রাজিয়া খাতুন কওমী মহিলা মাদরাসা ও এতিমখানা

রাজিয়া খাতুন কওমী মহিলা মাদরাসা ও এতিমখানা

স্কুল-মাদরাসার সমন্বিত শিক্ষাব্যবস্থা

আমরা কেনো অনন্য ?

দুটি বিষয়ে আমরা অনন্য । প্রথমত-আমাদের প্রতিষ্ঠানটি ইসলামি ও সাধারণ শিক্ষার সমন্বিত একটি শিক্ষাপ্রতিষ্ঠান। দ্বিতীয়ত-আমাদের ক্লাশরুম, ক্যাম্পাসের পরিবেশটি শিশু বান্ধব। এছড়াও..

আমাদের বৈশিষ্ট্য

আদর্শ নূরানি মকতব ও আদর্শ নাজেরা বিভাগ

আমরা কিন্তু এ কথা বলছিনায়ে সন্তানটি শুধু কুরআনের হাফেজাই হবে, বরং আদরের কন্যাটি হিফজের পাশাপাশি জেনারেল শিক্ষায়ও শিক্ষিত হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা জোর গলায় এ দাবি করতে পারি, স্কুলে যে সময়ের মধ্যে আপনার সন্তানটি ৫ম শ্রেণি পাস করবে, ঠিক সে সময়ের মধ্যেই আমাদের এখানে ৫ম শ্রেণির পাশাপাশি হিফজও শেষ করবে ইনশাআল্লাহ ।

বালিকা হিফজ বিভাগ

কন্যা সন্তানের পিতা হওয়া মানে, যেনো জান্নাতের মালিক হওয়া। হাদীসে কন্যা সন্তানের পিতার জন্য এমন সুসংবাদই এসেছে। এমন সৌভাগ্যবান আপনি তখনই হবেন যখন আপনার কন্যা সন্তানকে গড়ে তোলবেন ইসলামিক ভাবধারায়। অর্থাৎ সন্তানটি বেড়ে উঠবে দ্বীনী পরিবেশে এবং শিক্ষাব্যবস্থা হবে ইসলামিক।

কিতাব বিভাগ শরহে বেকায়া পর্যন্ত